রাজধানীতে ৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar রাজধানীতে ৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২১ ১০:৪৫
রাজধানীতে ৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অনলাইন ডেস্ক

রাজধানীতে ৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক পরিবহন ও ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। তার নাম মো. সেলিম শিকদার ওরফে ঠুলি সেলিম (৩৫)।রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ জানান, রোববার দুপুর ২টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানার এশিয়াটিক সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।তিনি বলেন, সে কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানী ও সংলগ্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।এ ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন