প্রকৌশলী মাহতাব উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ | Daily Chandni Bazar প্রকৌশলী মাহতাব উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২১ ১০:৪৯
প্রকৌশলী মাহতাব উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
অনলাইন ডেস্ক

প্রকৌশলী মাহতাব উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকৌশলী মাহতাব উদ্দিন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ (১৫ ফেব্রুয়ারি)। তিনি ২০১৬ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মাহতাব উদ্দিন আহমেদ তার দীর্ঘ কর্মজীবনে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড ও যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিশ্বব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাহতাব উদ্দিন আহমেদ ১৯৪০ সালে সিলেটের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভি ওয়াজিব উল্লাহ অবিভক্ত ভারতের আসামে বন কর্মকর্তা ছিলেন।তার ছেলে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন আর তার কন্যা সিজানা মাহতাব একজন ব্যাংকার।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন