শেরপুরে সংবাদকর্মীর বাড়ি থেকে মোটরসাইকেল চুরি | Daily Chandni Bazar শেরপুরে সংবাদকর্মীর বাড়ি থেকে মোটরসাইকেল চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২১ ২১:৪৩
শেরপুরে সংবাদকর্মীর বাড়ি থেকে মোটরসাইকেল চুরি
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে সংবাদকর্মীর বাড়ি থেকে মোটরসাইকেল চুরি

বগুড়ার শেরপুরে শহরতলীর খন্দকারটোলা বাসার সামনে থেকে সাংবাদিকের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি গত শনিবার (১৩ফেব্রুয়ারি) রাত অনুমান ৭টার দিকে ঘটে। এ বিষয়ে ১৪ ফেব্রুয়ারি রাতে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ওই সাংবাদিক । জানা যায়, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদের স্থানীয় প্রতিনিধি লিমন হাসান প্রতিদিনের ন্যায় ১৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যার দিকে তার কর্মস্থল শেরপুর উপজেলা প্রেসক্লাব থেকে বেরিয়ে খন্দকারটোলায় নিজ বাসায় যায়। বাসার সামনে(বাউন্ডারির মধ্য) তার ব্যবহৃত মোটর সাইকেল রেখে বাসার ভেতরে ঢোকেন। ১০ মিনিট পর বাসা থেকে বের হয়েই তিনি দেখেন তার ব্যবহৃত মোটর সাইকেলটি নেই। এর পরে অনেক খুজাখুজি করেও মোটর সাইকেলের কোনো হদিস না পেয়ে শেরপুর থানায় জিডি করেছেন তিনি। জিডিতে মোটর সাইকেল বিবরণীতে  ইয়ামাহা এফজেড-এস, মডেল-২০১২, সিসি ১৫৩, কালো-লাল, ইঞ্জিন নং জেডইকে ১০০৩৫৮২, চেচিস নং  জেডইকে ১১৩০২৪৪২ উল্লেখ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সংবাদ কর্মীর চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারসহ এ চক্রকে সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন