নন্দীগ্রামে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২১ ২১:৫২
নন্দীগ্রামে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে খাদ্য নিরাপদতা 
শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মুজিববর্ষের কর্মসূচিতে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুস্মরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বগুড়ার নন্দীগ্রামে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায়, থানার এসআই নুর আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ।  

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন