রোগীর মৃত্যুর পর কক্ষে তালা দিয়ে পালালেন ডাক্তার-নার্স | Daily Chandni Bazar রোগীর মৃত্যুর পর কক্ষে তালা দিয়ে পালালেন ডাক্তার-নার্স | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:১৫
রোগীর মৃত্যুর পর কক্ষে তালা দিয়ে পালালেন ডাক্তার-নার্স
অনলাইন ডেস্ক

রোগীর মৃত্যুর পর কক্ষে তালা দিয়ে পালালেন ডাক্তার-নার্স

কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকার ট্রমা সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মোবারক হোসেন (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা। এ সময় হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্সসহ কর্মরত সকল স্টাফ পালিয়ে যান।

মঙ্গলবার রাত ৮টা শুরু হয় এসব ভাঙচুর। রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মোবারক হোসেন জেলার লাকসাম উপজেলার কোয়ার গ্রামের মৃত ওসমান গণির ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে মোবারক হোসেন (৫৫) পায়ে পোড়া নিয়ে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউতে অবস্থিত ট্রমা সেন্টারে ভর্তি হন। ৪টার দিকে পায়ের পোড়া অস্ত্রোপচারের জন্য হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের ডা. সাফায়েত শাহিন তাকে কক্ষে নিয়ে যান। এরপর ওই রোগীকে অজ্ঞান করে অস্ত্রোপচার করা হয়।কিন্তু দীর্ঘ সময়ের মধ্যে জ্ঞান না ফেরায় রোগীর স্বজনরা চিকিৎসকদেরকে বিষয়টি জানান। পরবর্তীতে চিকিৎসক এসে দেখেন রোগী মারা গেছেন। স্বজনদের জানালে রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে পড়েন।

এ সময় হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্সসহ কর্মরত সকল স্টাফ পালিয়ে যান। এরপর রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে যোগাযোগ করেও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

রাতে কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রমা সেন্টারে রোগী মৃত্যুর খবর পেয়ে পুলিশ সেখানে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রোগীর স্বজনদের সমাঝোতা হওয়ার পর লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন