বসতঘরে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত | Daily Chandni Bazar বসতঘরে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৯:২২
বসতঘরে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত
অনলাইন ডেস্ক

বসতঘরে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার টিনের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী ছালেহা বেগম (৩৫) এবং মেয়ে ফারজানা আক্তার (৮) আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পুড়ে যাওয়া টিনের ঘরে বৈদ্যুতিক সংযোগ ছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা বলা যাচ্ছে না।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন