শেয়ার আমেরিকা ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু | Daily Chandni Bazar শেয়ার আমেরিকা ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:৫৪
শেয়ার আমেরিকা ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু
অনলাইন ডেস্ক

শেয়ার আমেরিকা ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর সম্মানে শেয়ার আমেরিকা ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু করেন।

বাংলা ভাষার নতুন এই ওয়েবসাইটের মাধ্যমটি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতি যুক্তরাষ্ট্রের সম্মান নিদর্শনের প্রতীক। বাংলাদেশ ও বিশ্বজুড়ে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষদের কাছে নির্ভুল ও সঠিক তথ্য পৌঁছে দেয়ার মাধ্যম হিসেবেও এই ওয়েবসাইটটি কাজ করবে।বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়েছে।

এতে বলা হয়েছে, শেয়ার আমেরিকা ওয়েবসাইট যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য জানানোর একটি ব্যবস্থা। এর মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রের জনগণ, মূল্যবোধ, সংস্কৃতি ও বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি সংক্রান্ত তথ্য প্রকাশ করে থাকে। এখানে প্রকাশিত তথ্য সকলের জন্য উম্মুক্ত এবং যে কেউ বিনামূল্যে এই তথ্য পেতে পারেন। বাংলা ভাষার নতুন এই ওয়েবসাইটি শেয়ার আমেরিকার ইংরেজি ভাষার ওয়েবসাইটের প্রায় অনুরূপ এবং এতে ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সহযোগিতার লক্ষ্যে প্রতিবেদন ও আকর্ষণীয় গল্প ও ছবি প্রকাশ করা হবে।

নতুন এই ওয়েবসাইটটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে আরো গভীর ও জোরদার করার পাশাপাশি দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো দৃঢ় ও মজবুত করবে। বাংলা ভাষাভাষী মানুষ যাতে নিয়মিতভাবে নতুন নতুন বিষয় ও তথ্য পেতে পারেন সে লক্ষ্যে শেয়ার আমেরিকা বাংলা ওয়েবসাইটটি নিয়মিতভাবে হালনাগাদ করা হবে।

ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘আমরা আশা করি নতুন ওয়েবসাইটটি বাংলাদেশি ও আমেরিকানদের মধ্যে বোঝাপড়া আরো বাড়াবে। স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বিশেষ এই সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকালে আমি আশা করি আপনারা বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাসের কথা স্মরণ করবেন এবং ১৯৫২ ও ১৯৭১ উভয় বিজয় থেকে শুরু করে আজ পর্যন্ত অর্জিত সকল কিছুর জন্য গর্বিত হবেন। এবং আগামী ৫০ বছর ও তারও পরে বাংলাদেশের সাফল্য ও আরো অনেক অর্জন বাস্তবায়নের প্রত্যাশা করবেন। একইসঙ্গে, যুক্তরাষ্ট্র আপনাদের সর্বোচ্চ আকাঙ্ক্ষা অর্জনে বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে থেকে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ অব্যাহত রাখতে প্রত্যাশী।’

তিনি আরও বলেন, ‘শেয়ার আমেরিকা (share.america.gov/bn/) ওয়েবসাইট চালু করা যুক্তরাষ্ট্র সরকারের অনেক উদ্যোগের একটি যা বাংলা ভাষাভাষিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৃহত্তর সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াবে এবং একটি অবাধ ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়তা করবে।’