নন্দীগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২১ ২০:০২
নন্দীগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে নন্দীগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন, বিএনপি, পৌরসভা, হাইওয়ে পুলিশ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন নন্দীগ্রাম জাতীয় মহিলা সংস্থা ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব সহ শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।এরপর ১ মিনিট নিরবতা পালন শেষে ভাষা শহীদদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম, মেয়র আনিছুর রহমান, থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মকর্মচারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রোববার সকালে  উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন । অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম।