
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলা করার প্রস্তাব দিয়েছিলাম। প্রথমে বলা হলো, সব ভাষায় একই নাম হতে হবে। তারপর বাংলা, ইংরেজি, হিন্দি- সব ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ করে বিধানসভায় প্রস্তাব পাশ করে পাঠালাম। কিন্তু ৪ বছর ধরে ঝুলিয়ে রেখেছে।’
ভাষা দিবসের ওই অনুষ্ঠানে ভয় দেখানোর রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘ধমকানি, চমকানি বা জেলের ভয় দেখাবেন না।’
রোববার (২১ ফেব্রুয়ারি) তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে নোটিশ পাঠিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তার কয়েক ঘণ্টা পরই মমতা এই বক্তব্য দেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতার দেশপ্রিয় পার্কে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমি শুনেছি, কখনো কখনো দিল্লির কিছু নেতা বলছেন, বাংলার মেরুদণ্ড ভেঙে দেবেন। আমি বলছি, আসুন না! একবার চেষ্টা করে দেখুন। অনেকবার তো ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন, আজও করছেন।’
ভারতের এই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ধমকানি, চমকানি আর জেল-টেল দেখিয়ে প্লিজ ভয় দেখাবেন না। এটা আমরা অনেক দিন আগে পার হয়ে এসেছি। বন্দুকের সঙ্গে লড়াই করে এসেছি, নেংটি ইঁদুরের সঙ্গে লড়াই করতে ভয় পাব কেন? কিসের জন্য। ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন