শাজাহানপুরে একই সাথে ট্রাকের ধাক্কা ও বাস চাপায় দুমরে মুচরে গেছে সিএনজি অটো টেম্পু | Daily Chandni Bazar শাজাহানপুরে একই সাথে ট্রাকের ধাক্কা ও বাস চাপায় দুমরে মুচরে গেছে সিএনজি অটো টেম্পু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২১ ২২:০৭
শাজাহানপুরে একই সাথে ট্রাকের ধাক্কা ও বাস চাপায় দুমরে মুচরে গেছে সিএনজি অটো টেম্পু
টেম্পু চালক সহ নিহত ৪
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুরে একই সাথে ট্রাকের ধাক্কা ও বাস
চাপায় দুমরে মুচরে গেছে সিএনজি অটো টেম্পু

বগুড়ার শাজাহানপুরে একই সাথে ট্রাকের ধাক্কা ও বাস চাপায় দুমড়ে-মুচরে গেছে সিএনজি চালিত অটোটেম্পু। এ ঘটনায় টেম্পু চালক সহ টেম্পুর ৩ যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর রাত পৌঁনে ৬টার দিকে মাঝিড়া সেনানিবাস সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সাথে সাথে সেনা বাহিনী, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উদ্ধার তৎপরতা চালায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আনে। 
নিহতরা হলেন, অটো টেম্পু চালক বগুড়ার ধুনট উপজেলার আনারপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শাহ্ জামাল (৩৪), শাজাহানপুর উপজেলার ডেমাজানী হিন্দুপাড়ার মৃত ক্ষিতিশ চন্দ্র দাসের ছেলে কালী দাশ (৭২), শেরপুর উপজেলার গোসাইবাড়ী গ্রামের গিরেন্দ্র নাথ মোহন্তের ছেলে সুদয় কুমার মোহন্ত (৪০) এবং শেরপুর টাউন কলোনী এলাকার নাদু মন্ডলের ছেলে হারেজ উদ্দিন (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বগুড়া শহর থেকে সিএনজি চালিত অটোটেম্পু (সিরাজগঞ্জ থ-১১-৩৭১৮) যাত্রী নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। মাঝিড়া সেনানিবাসের মাঝিড়া চেক পোষ্টের সামনে থানা স্পীড ব্রেকারে অটোটেম্পু ব্রেক করলে পেছন থেকে আসা একটি অজ্ঞাত নামা ট্রাক টেম্পুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা শাওন পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-৬৩৯৭) টেম্পুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় এবং গুরুতর আহত ১ জনকে হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে মৃত্যু বরণ করেন।  
গাড়ীদহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস ও অটোটেম্পু পুলিশ হেফজতে রয়েছে এবং নিহতদের লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।   

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন