বগুড়ায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar বগুড়ায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ২২:০৪
বগুড়ায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বড় ভাইয়ের বিরুদ্ধে
ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকায় গত ২৩ ফেব্রুয়ারির সংখ্যার ৫ম পাতায় বগুড়া শহরের নাটাইপাড়ায় ভাইয়ের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ-এ শীষর্ক সংবাদের প্রতিবাদ জানিয়েছে অফর ভাই আলতাফ হোসেন।

শনিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন বলেন, পত্রিকায় যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা একপেশে। সেখানে তার কোন বক্তব্য নেওয়া হয়নি। এক পেশে হওয়ার কারণে প্রকৃত সত্য চাপা পড়েছে বলে দাবী করেন। সংবাদ সম্মেলনকারি ধুনটের গোসাইবাড়ি চিথুলিয়ার মৃত আহম্মদ আলীর পুত্র আলতাফ হোসেন বলেন, তার বাবা জীবীতকালে ১৯৯৭ সালে বগুড়া শহরেরর বউবাজারে ৪ শতক জায়গা ক্রয় করেন। পরিবারিকভাবে তারা তিনভাই। এরমধ্যে বড় ভাই মো: রুবেল, ছোট ভাই আব্দুল হামিদ এবং দুই বোন রয়েছে। ৪ শতক জায়গার মধ্যে পৈত্রিক সুত্রে বউ বাজারে এক শতাংশ জায়গা তিনি পাবেন। আমাকে জায়গা বুঝিয়ে না দিয়ে আমার ভাই রুবেল সেই জায়গার উপর চারটি দোকান ঘর নির্মান করে ২০১০ সালে এবং সেই থেকে ভোগ দখল করে আসছে। দির্ঘ ১১ বছরেও সে আমাকে দোকান ঘর, দোকান ভাড়া থেকে বঞ্চিত করে আসছে। সর্বশেষ একটি ঘর গত জানুয়ারি মাসে তাকে দেওয়ার কথা ছিল। তা না দিয়ে সে দোকান ঘর ভাড়া দিয়ে দেয়। উপায় না পেয়ে একটি দোকান ঘরে আলতাফ নিজে তালা দিয়ে থানায় অভিযোগ করে ধুনটে ফিরে যান। পরে সেই তালা কাটেন তার ভাই রুবেল এবং শহীদ নামের একজনকে দোকানটি ভাড়া দেয়। খবর পেয়ে ধুনট থেকে ফিরে আসি এবং এরপর ২২ ফেব্রুয়ারি স্থানীয়দের সাথে কথা বলার পর তারা আমাকে সহযোগিতা করে এবং দোকানের তালা কেটে দোকানে তুলে দেয়। এঘটনাকে রং মাখিয়ে সংবাদ প্রকাশ করেছে। এরপর থেকে আমারই ভাই আমকে হুমকি দিচ্ছে। বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে। আমার ভাই রুবেল আমাকে দোকানও দেয় না, ভাড়াও দেয় না। আমি নিজে ধুনটে অন্যের জমির উপর চা বিক্রি করে সংসার চালাচ্ছি কষ্ট করে। আমার দিন চলে না। অথচ আমার ভাই আমার পৈত্রিক সম্পত্তি একা ভোগ দখল করছে। সংবাদ সম্মেলেনের মাধ্যমে তিনি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বগুড়ার সাংবাদিক সমাজের কাছে সহযোগিতা কামনা করেছেন। এসময় মো: রিপন ও মো: মিলন সহ তার কয়েকজন প্রতিবেশিও উপস্থিত ছিলো। 

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন