ধুনটে এমপি পুত্রসহ চার নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ | Daily Chandni Bazar ধুনটে এমপি পুত্রসহ চার নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ২৩:০০
ধুনটে এমপি পুত্রসহ চার নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে এমপি পুত্রসহ চার নেতাকে বহিস্কারের
প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

 


বগুড়ার ধুনটে এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন মহসীন আলম ও সদস্য ইমরুল কাদের সেলিমকে অবৈধ বহিস্কারের প্রতিবাদেএবং বহিস্কার প্রত্যাহারের দাবিতে এবং আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশে করেছে শতাধিক নেতাকর্মী।
সোমবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটিশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এমপি পুত্র প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম, শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আফসার আলী, মথুরাপুর ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ সেলিম, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমূখ।
এছাড়া প্রতিবাদ সমাবেশে ১০টি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা, এমপি পুত্রসহ ধুনট উপজেলা আওয়ামীলীগের চার নেতার বহিস্কার প্রত্যাহারের দাবি এবং ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন