চলতে চলতে হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রাইভেটকার | Daily Chandni Bazar চলতে চলতে হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রাইভেটকার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ মার্চ, ২০২১ ১০:১৩
চলতে চলতে হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রাইভেটকার
অনলাইন ডেস্ক

চলতে চলতে হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রাইভেটকার

সাভারে একটি চলন্ত প্রাইভেটকারে যান্ত্রীক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রাইভেটকারটি সম্পূর্ণ পড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি চলন্ত প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন লেগে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

তবে ততক্ষণে পুড়ে যায় পুরো প্রাইভেটকারটি। এ ঘটনায় কোনো হতাহত না হলেও ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেনে যানবাহন চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে এসির কমপ্রেসার ওভার হিট হয়ে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। তবে কেউ কেউ বলছে সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন