মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৯ | Daily Chandni Bazar মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৯ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মার্চ, ২০২১ ১৭:১৮
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৯
অনলাইন ডেস্ক

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৯

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত নয় জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

এর আগে দক্ষিণপূর্ব এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার মিয়ানমারের সামরিক বাহিনীকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের একটি প্রতিবাদস্থলে সংঘর্ষে দুই জন নিহত হন। বৃহত্তম শহর ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে আরেক ব্যক্তি নিহত হয়েছেন। 

মোনিওয়া গ্যাজেটের খবরে বলা হয়েছে, মধ্যাঞ্চলীয় এ শহরটিতে পুলিশের গুলিতে পাঁচ জন নিহত হয়েছেন।

মধ্যাঞ্চলের আরেক শহর মায়েনগিয়ানে গুলিবিদ্ধ হয়ে আরেক ব্যক্তি নিহত হয়েছেন বলে ছাত্রনেতা মোয়ে মিন্ট হেইন (২৫) জানিয়েছেন।  

এদিকে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক আলোকচিত্রসহ অন্তত ছয় সাংবাদিককে আটক করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন