সাতক্ষীরায় তীর্থস্থান পরিদর্শনে যেতে পারেন নরেন্দ্র মোদি | Daily Chandni Bazar সাতক্ষীরায় তীর্থস্থান পরিদর্শনে যেতে পারেন নরেন্দ্র মোদি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ মার্চ, ২০২১ ১৩:৫০
সাতক্ষীরায় তীর্থস্থান পরিদর্শনে যেতে পারেন নরেন্দ্র মোদি
অনলাইন ডেস্ক

সাতক্ষীরায় তীর্থস্থান পরিদর্শনে যেতে পারেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আগামী ২৬ মার্চ অংশগ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ২৭ মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি তীর্থস্থান পরিদর্শনের কথা রয়েছে তার।

ইতোমধ্যে নরেন্দ্র মোদির অগ্রবর্তী নিরাপত্তা দল ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের কয়েকটি তীর্থস্থান পরিদর্শন ও প্রাথমিকভাবে বাছাই করেছে। এসব তীর্থস্থানের মধ্যে রয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের ‘যশোরেশ্বরী শক্তিপীঠ’।

ভারতীয় হাইকমিশনের সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতা ডা. সুব্রত কুমার ঘোষ জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দু ধর্মামলম্বীর কয়েকটি তীর্থস্থান ভ্রমণে আসতে পারেন। এরমধ্যে সাতক্ষীরার যশোরেশ্বরী শক্তিপীঠ অন্যতম। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ইতোমধ্যে নরেন্দ্র মোদির অগ্রবর্তী নিরাপত্তা দল ১ মার্চ যশোরেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছে। আগামী ১৪-১৫ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা জেলা পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা তারা পাননি। তবে বিষয়টি চূড়ান্ত হলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরা আসবেন কিনা সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে ভারতীয় হাইকমিশন ও নরেন্দ্র মোদির নিরাপত্তা কর্মকর্তারা যশোরেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করে গেছেন।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন