মহামারির বন্ধ শেষে খুলেছে অ্যাপলের সবগুলো স্টোর | Daily Chandni Bazar মহামারির বন্ধ শেষে খুলেছে অ্যাপলের সবগুলো স্টোর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ মার্চ, ২০২১ ১০:৫৪
মহামারির বন্ধ শেষে খুলেছে অ্যাপলের সবগুলো স্টোর
অনলাইন ডেস্ক

মহামারির বন্ধ শেষে খুলেছে অ্যাপলের সবগুলো স্টোর

যুক্তরাষ্ট্রে এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ২৭০টি অ্যাপল স্টোর আবার চালু হয়েছে। করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৩ মার্চ অ্যাপল স্টোরগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। প্রায় এক বছর পর যুক্তরাষ্ট্রে ২৭০টি রিটেইল স্টোর চালু করেছে অ্যাপল।

টেক জায়ান্ট অ্যাপল নিশ্চিত করেছে, এখন থেকে গ্রাহকরা চাইলে এসব স্টোরে সরাসরি উপস্থিত হয়ে কিংবা অনলাইনে অর্ডারের মাধ্যমে ঘরে বসেও পণ্য সংগ্রহ করতে পারবেন। বিক্রয়কেন্দ্রে ‘এক্সপ্রেস’ কাঠামোর পরিধিও বাড়িয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

এই কাঠামোতে দোকানের সামনে প্লেক্সিগ্লাস দিয়ে সুরক্ষিত বিক্রয় কাউন্টার বসানোর পাশাপাশি আইফোন কেইস ও এয়ারপডসের মতো অ্যাকসেসরিজের জন্য তাক রেখেছে অ্যাপল।

তবে যুক্তরাষ্ট্রের বাইরে শুধু ফ্রান্স ও ব্রাজিলেই এক ডজনেরও বেশি স্টোর এখনো বন্ধ রয়েছে। মেক্সিকোতে অ্যাপলের স্টোর খোলার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

করোনা মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুরু করলে অ্যাপলের সিইও টিম কুক ঘোষণা দিয়েছিলেন, চীনের বাইরে অ্যাপলের সব খুচরা দোকান বন্ধ থাকবে। তিনি মহামারি শুরুর দিকে এক দাফতরিক নির্দেশে বলেছিলেন, ‘আমরা চীনের বাইরে বিশ্বব্যাপী আমাদের কর্মীদের জন্য কর্মক্ষেত্রের নিয়মগুলো নমনীয় করে দিচ্ছি।’

পরে করোনা প্রাদুর্ভাব বাড়তে থাকলে ১৭ মার্চ চীনের বাইরের দোকানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন