দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরেও করোনায় আক্রান্ত ভারতীয় স্বাস্থ্যকর্মী | Daily Chandni Bazar দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরেও করোনায় আক্রান্ত ভারতীয় স্বাস্থ্যকর্মী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২১ ০৯:৫৩
দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরেও করোনায় আক্রান্ত ভারতীয় স্বাস্থ্যকর্মী
অনলাইন ডেস্ক

দুই ডোজ ভ্যাকসিন নেয়ার পরেও করোনায় আক্রান্ত ভারতীয় স্বাস্থ্যকর্মী

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পরেও করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ভারতের গুজরাট রাজ্যের এক ব্যক্তি। তিনি পেশায় একজন স্বাস্থ্যকর্মী।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৬ মার্চ) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

স্থানীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এমএইচ সোলাঙ্কি জানান, ওই ব্যক্তি গত ১৬ জানুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ডোজ নেন। এরপর জ্বরে আক্রান্ত হলে তার নমুনা পরীক্ষা করা হয় এবং ২০ ফেব্রুয়ারি জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

তিনি আরও বলেন, ‘হালকা লক্ষণ থাকায় তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। সোমবার থেকেই তিনি কাজে ফিরতে পারবেন বলে জানিয়েছেন।’

এই চিকিৎসক জানান, করোনা ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার পর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হতে প্রায় ৪৫ দিন সময় লাগে। তাই দুই ডোজ টিকা নেয়ার পরেও অবশ্যই মাস্ক পরাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ পর্যন্ত গুজরাটে ২ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় সাড়ে চার হাজার।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন