এটি বাংলাদেশের জন্য একটি ভালো বছর : মোমেন | Daily Chandni Bazar এটি বাংলাদেশের জন্য একটি ভালো বছর : মোমেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২১ ১০:১৩
এটি বাংলাদেশের জন্য একটি ভালো বছর : মোমেন
অনলাইন ডেস্ক

এটি বাংলাদেশের জন্য একটি ভালো বছর : মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘এটি বাংলাদেশের জন্য একটি ভালো বছর। এ বছর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সুপারিশ পেয়েছে। একইসঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উদযাপন করা হচ্ছে।’

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সুসংবাদের বছর। বাংলাদেশের জন্য এটি আমাদের বড় অর্জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সাথে আমাদের স্বাধীনতার ৫০বছর পূর্তি উদযাপন করতে চলেছি।’

পররাষ্ট্রমন্ত্রী শনিবার (৬ মার্চ) বুয়েটের কেন্দ্রীয় মাঠে কূটনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার ও ডিক্যাব সভাপতি পান্থ রহমান বক্তব্য রাখেন।

মন্ত্রণালয়ের দল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ডিক্যাব দলের সামনে ১৫০ রানের লক্ষ্য দেয়। ডিক্যাব দল ১৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান করে।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন