ধুনটে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় বহিস্কৃত আ’লীগ নেতার নাম থাকায় প্রতিবাদ | Daily Chandni Bazar ধুনটে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় বহিস্কৃত আ’লীগ নেতার নাম থাকায় প্রতিবাদ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২১ ২১:৪৬
ধুনটে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় বহিস্কৃত আ’লীগ নেতার নাম থাকায় প্রতিবাদ
ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় 
বহিস্কৃত আ’লীগ নেতার নাম থাকায় প্রতিবাদ

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের চুড়ান্ত তালিকায় বহিস্কৃত নেতার নাম থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তৃণমুল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (৬ মার্চ) বিকেলে চৌকিবাড়ী পরিষদ চত্বরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন মন্ডল। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রেরন করতে গত শুক্রবার (৫ মার্চ) বিকেলে চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ এক বর্ধিত সভার আয়োজন করে। কিন্তু বর্ধিত সভায় ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু ১০ থেকে ১২ লাখ টাকার বিনিময়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি কুদরত-ই খুদা জুয়েলকে একক প্যানেল করলে বিষয়টি নিয়ে তাৎক্ষনিক প্রতিবাদ জানায় তৃনমুল নেতাকর্মীরা। তখন জুয়েলের পক্ষের লোকজন হামলা চালিয়ে প্রার্থীদের রেজুলেশনের খাতা ছিনতাইয়ের চেষ্টা করে। কিন্তু তৃণমুল নেতাদের বাধার মুখে তা সম্ভব হয়নি। 

সংবাদ সম্মেলনে প্রবীন আ’লীগ নেতা আমজাদ হোসেন আরো বলেন, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন জুলফিকার আলী ভুট্টো। তিনি ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতির পদে রয়েছেন। গত ইউপি নির্বাচনে বিপুল ভোটে আওয়ামীলীগের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। অথচ ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু ১০ থেকে ১২ লাখ টাকার বিনিময়ে বহিস্কৃত আওয়ামী লীগ নেতা কুদরত-ই খুদা জুয়েলকে একক প্রার্থী করার পরিকল্পনা করেন। 

তবে ২০১৪ সালে ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায়  জুয়েলকে তারাই বহিস্কার করেছিল। কিন্তু আজ তারা টাকার বিনিময়ে বহিস্কৃত নেতা জুয়েলকে আবার আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দিতে ব্যর্থ অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু তৃণমুল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে চুড়ান্ত প্রার্থী তালিকায় বহিস্কৃত আ’লীগ নেতা জুয়েলের নাম লেখেন। তখন তৃনমুল নেতাদের আন্দোলনের মুখে বর্তমান চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টোর নাম ১নং ক্রমিকে রাখলেও বহিস্কৃত নেতা জুয়েলকে ২নং ক্রমিকে রেখেছেন। তবে বহিস্কৃত নেতা কিভাবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হতে পারেন এই নিয়ে ক্ষুদ্ধ হয়েছেন তৃনমুল নেতাকর্মীরা। তাই এসব বিষয়ে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান বিল্পব, রফিকুল ইসলাম, লেলিন রেজা, জিল্লুর রহমান, িিসরাজ উদ্দিন,  রোস্তম আলী, নুর মোহাম্মদ, ইউনুস আলী আকন্দ, খোকন, হাতেম আলী, গোলাম হোসেন, হাসেন আলী, আবু সাইদ, আব্দুল আজিজ, সেলিম রেজা, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ফারাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক শাহীন মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিল্টন আজিজ, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক মজনু মিয়া প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন