বগুড়ায় শ্রদ্ধাঞ্জলী ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন | Daily Chandni Bazar বগুড়ায় শ্রদ্ধাঞ্জলী ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২১ ২১:৫০
বগুড়ায় শ্রদ্ধাঞ্জলী ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় শ্রদ্ধাঞ্জলী ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে 
দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন

যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা’র নেতৃত্বে পুলিশ প্রশাসন সহ এলজিইডি, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান। 

জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন সহ প্যানেল চেয়ারম্যান ও সদস্যবৃন্দ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধু পরিষদ, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। সকাল সাড়ে ৮ টায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করেছে। এতে জেলা আ’লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু , ডা: মকবুল হোসেন, টি জামান নিকেতা, এড. রেজাউল করিম মন্টু, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বক্তব্য রাখেন। এছাড়া বগুড়া প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সদর উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন কর্মসূচী পালন করেছে।
দিবসটি উপলক্ষে বিকেলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করেছে। 

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন