ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে রবিবার সকালে শহরের জেলা পরিষদে শিশু একাডেমীর কার্যালয়ে শিশুদের ২টি বিভাগে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ৫টি বিভাগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শঙ্কর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়ার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গৌতম কুমার দাস। উল্লেখ্য, ৭ই মার্চ উপলক্ষ্যে ১দিন আগে গত শনিবার স্বাস্থ্যবিধি মেনে শিশুদের এই ২টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন