ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এক অমর কবিতা- অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু | Daily Chandni Bazar ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এক অমর কবিতা- অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২১ ২২:১১
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এক অমর কবিতা- অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু
সঞ্জু রায়

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এক
অমর কবিতা- অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেছেন, বাঙালি জাতির স্বাধীনতার বীজ রোপিত হয় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ৭ই মার্চ। সেদিন জাতির পিতা তার ভাষণে যে অমর কবিতা রচনা করেছিলেন যেখানে উঠে এসেছিল বাঙালির গণতান্ত্রিক পরিচয়, সেই ভাষণ বাংলার মানুষকে স্বাধীন ও স্বপ্নের সোনার বাংলার গড়ার পথ দেখিয়েছে। বর্তমানে এটি বিশে^র ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃত।

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রবিবার বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ ঝুনু উপরোক্ত কথাগুলি বলেন। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল করিমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী যথাক্রমে শহীদুল ইসলাম, আনজুয়ারা খাতুন, অপূর্ব কুমার মজুমদার, রবিউল করিম, শারমিলা আকতার প্রমুখ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন ফুলবর রহমান ও গান পরিবেশন করেন মহিদুল ইসলাম ও আবুল বাশার। আলোচনা সভার পূর্বে প্রতিষ্ঠানের পক্ষে সকলে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পকস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিটের নিরবতা পালন করেন। পরিশেষে দোয়া পাঠের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয় যা পরিচালনা করেন মাহমুদুল হাসান।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন