হাজী সেলিমের ১০ বছরের সাজা হাইকোর্টে বহাল | Daily Chandni Bazar হাজী সেলিমের ১০ বছরের সাজা হাইকোর্টে বহাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ মার্চ, ২০২১ ২১:০৭
হাজী সেলিমের ১০ বছরের সাজা হাইকোর্টে বহাল
অনলাইন ডেস্ক

হাজী সেলিমের ১০ বছরের সাজা হাইকোর্টে বহাল

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে দেয়া সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। 

আজ মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি হাজী সেলিমের আপিলের ওপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য ৯ মার্চ দিন ঠিক করেন হাইকোর্ট। সেদিন আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। হাজী সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস।

বহুল আলোচিত এ রায় ঘোষণার জন্য হাজী সেলিমের আপিল মামলাটি আদালতের কার্যতালিকার ১ নম্বরে রাখা হয়েছিল। 

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন