ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধ মা-বাবা | Daily Chandni Bazar ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধ মা-বাবা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ মার্চ, ২০২১ ২১:৫০
ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধ মা-বাবা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

ছেলের নির্যাতনের শিকার বৃদ্ধ মা-বাবা

দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যেই সন্তানকে জন্ম দিলাম। নিজে খেয়ে না খেয়ে সেই সন্তানের মূখে অন্ন তুলে দিলাম। অথচ পারিবারিক কলহের জের ধরে সেই সন্তানই আজ আমাদের মারধর ও শারীরিক নির্যাতন করছে।। জীবনের শেষ লগ্নে এসে সন্তানের এমন নির্যাতন সয়তে না পেরে কাঁদতে কাঁদতে সাংবাদিকদের এভাবেই বলেন বৃদ্ধ সামছুদ্দিন ও জহুরা দম্পতি। সন্তানের এমন নির্যাতনের  ঘটনায় বিচার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগও করেছেন এই দম্পতি। আর এমন অভিযোগ পাওয়া গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁশড়া গ্রামের এই দম্পতির ছেলে শাহারুল ইসলাম ও ছেলের মেয়ে জামাতা কাদের বিরুদ্ধে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন