বগুড়ায় গিনেজ রেকর্ডস’র প্রতিনিধিরা ধানের চারায় বঙ্গবন্ধুর’ প্রতিকৃতি দেখলেন | Daily Chandni Bazar বগুড়ায় গিনেজ রেকর্ডস’র প্রতিনিধিরা ধানের চারায় বঙ্গবন্ধুর’ প্রতিকৃতি দেখলেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ মার্চ, ২০২১ ২১:৫৩
বগুড়ায় গিনেজ রেকর্ডস’র প্রতিনিধিরা ধানের চারায় বঙ্গবন্ধুর’ প্রতিকৃতি দেখলেন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় গিনেজ রেকর্ডস’র প্রতিনিধিরা
ধানের চারায় বঙ্গবন্ধুর’ প্রতিকৃতি দেখলেন

বগুড়ায় ধানের চারায় ফুটে উঠা বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরদির্শন করলেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস’র মনোনিত প্রতিনিধিরা। পরিদর্শনকালে প্রতিনিধি দল ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ নামে এই প্রতিকৃতি তৈরীতে গিনেজ ওয়ার্ল্ড রের্কডস কর্তৃপক্ষের সব শর্তই পুরণ হয়েছে বলে মন্তব্য করেন।

মঙ্গলবার দুপুরে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ প্রতিকৃতি দেখতে সরেজমিন পরিদর্শন আসেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস’র দুই সদস্য শেরে বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ ও বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।
বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামের ফসলি মাঠে একশ’ বিঘা জমির ধানের চারায় বেগুনী ও সবুজ চারায় ফুটে উঠা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রতিনিধি দল পরিদর্শন করেন। 
প্রতিনিধি দলের প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ সাংবাদিকদের জানান, সর্বশেষ বিগত ২০১৯ সালে চিনে তৈরী শস্যচিত্রটির আয়তন ছিল ৮লাখ ৫৫হাজার ৭৮৬বর্গফুট। আর এই শস্যচিত্রে বঙ্গবন্ধু শস্যচিত্রের আয়তন হবে ১২লাখ ৯২ হাজার বর্গফুট। শস্যচিত্রের দৈর্ঘ্য ৪শ’ মিটার এবং প্রস্থ হবে ৩শ’ মিটার। যা হবে বিশে^র সর্ববৃহৎ শস্যচিত্র। ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ নামে প্রতিকৃতি তৈরীতে গিনেজ ওয়াল্ড রের্কডস কর্তৃপক্ষের সব শর্তই পুরণ হয়েছে। দুই জাতের ধানের চারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি ফুঠে উঠেছে। তাই আগামি তিনদিনের মধ্যে লন্ডনস্থ গিনেজ ওয়াল্ড রেকর্ডস’র কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। আর সাতদিনের মধ্যেই ফলাফল জানা যাবে। বিশে^র সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে এটি জাতির জনক বঙ্গবন্ধু প্রথমবারের মতো গিনেজ ওয়াল্ড রেকর্ডসে স্থান পাওয়ার সব সৃষ্টি কর্মই এখানে দেখেছেন তাঁরা। এছাড়া শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তৈরি করার জন্য গিনেজ ওয়াল্ড রেকর্ডসের শর্ত অনুযায়ী দুই ধরনের ধানের চারা লাগানো হয়েছে। যার মাধ্যমে জাতির জনকের সুস্পষ্ট অবয়ব ফুটে উঠেছে বলে জানান তিনি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় পরিষদের উদ্যোগে এবং বেসরকারি কোম্পানি ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় শস্যচিত্র সরেজমিনে দেখার সময় উপস্থিত ছিলেন, শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সভাপতি সমীর চন্দ্র, সদস্য সচিব কেএসএম মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা আ.লীগ নেতা আসাদুর রহমান দুলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন