ইয়াবার সন্ধানে তল্লাশি করতে গিয়ে মিলল সোনার বার | Daily Chandni Bazar ইয়াবার সন্ধানে তল্লাশি করতে গিয়ে মিলল সোনার বার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ১২:৩০
ইয়াবার সন্ধানে তল্লাশি করতে গিয়ে মিলল সোনার বার
অনলাইন ডেস্ক

ইয়াবার সন্ধানে তল্লাশি করতে গিয়ে মিলল সোনার বার

রাজশাহীতে দুই ব্যক্তির কাছে গোল্ডলিফ সিগারেটের প্যাকেটে লুকানো অবস্থায় দুটি স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ। পুলিশের কাছে তথ্য ছিল তারা ইয়াবা ব্যবসায়ী। সিগারেটের প্যাকেটে করে তারা ইয়াবা পাচার করছিলেন। তবে অভিযানে ইয়াবার বদলে পাওয়া যায় স্বর্ণের বার।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় নগরীর শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।

আটকরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার মহারাজপুর গ্রামের মো. আলফাজ উদ্দিনের ছেলে মো. টিপু সুলতান (৩৫) ও আলিমনগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে মো. জামাল উদ্দিন (২৮)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের বার জব্দের বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

পুলিশ জানায়, টিপুর ১৫ থেকে ২০ বছর ধরে দুবাই ছিলেন। সেখানে এই দুটি স্বর্ণের বার ৪৬ হাজার দিনার দিয়ে কেনেন। বাংলাদেশি মুদ্রায় যার দাম ১২ লাখ টাকা। স্বর্ণের বার দুটির ওজন ২.৩৪ গ্রাম ( প্রতিটি বারের ওজন ১.১৭ গ্রাম)। তারা দুজন ঢাকার একতা এক্সপ্রেস বাসের যাত্রী ছিলেন। স্বর্ণের বার দুটি বিক্রির জন্য ঢাকা থেকে রাজশাহী যান।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিপু ও জামালকে শিরোইল বাস টার্মিনাল থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের সদস্য এবং দীর্ঘদিন এই কাজের সঙ্গে যুক্ত।

তিনি আরও জানান, আটকের পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন