সাভারে কারখানার আগুন নিয়ন্ত্রণে | Daily Chandni Bazar সাভারে কারখানার আগুন নিয়ন্ত্রণে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ১২:৩৪
সাভারে কারখানার আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক

সাভারে কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকার সাভারে নর্দান ফ্যাশন নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

আগুন নেভাতে গিয়ে কারখানার দুই শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় নর্দান ফ্যাশনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানার শ্রমিকরা জানায়, সন্ধ্যায় কারখানায় কাজ করছিল শ্রমিকরা। হঠাৎ তৃতীয় তলায় ওয়ারহাউজে মজুত রাখা কাপড়ে আগুন লাগে। এ সময় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে শ্রমিকদের নিরাপদে বাইরে বের করে দেয় কর্তৃপক্ষ।

বাইরে থেকে তখন শুধু ধোয়ার কুন্ডলী দেখা যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিসের ৪নং জোন কমান্ডার আব্দুল আলীম বলেন, প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ও সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। এ সময় তৃতীয় তলায় আগুন জ্বলছিল। পরে গাজীপুরের কালিয়াকৈর থেকে আরো দুটি ইউনিটকে তলব করা হয়।

সবশেষ সন্ধ্যায় সাড়ে ৭টায় ছয়টি ফায়ার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানার দুই শ্রমিক সামান্য আহত হন।

তাদের নিকটস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন