ধুনটে আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দিতে জোর করে স্বাক্ষর আদায় ! | Daily Chandni Bazar ধুনটে আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দিতে জোর করে স্বাক্ষর আদায় ! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ২১:১০
ধুনটে আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দিতে জোর করে স্বাক্ষর আদায় !
ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন
দিতে জোর করে স্বাক্ষর আদায় !

বগুড়ার ধুনটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দিতে রাতের আধারে ভয়ভীতি দেখিয়ে জোর করে তৃণমুল নেতাদের কাছ থেকে স্বাক্ষর নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (১০ মার্চ) বিকেলে চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান ও ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টো।
চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে সংবাদ সম্মেলনে এমপি হাবিবর রহমানের ভাগিনা ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, ২০১৬ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবারও নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছি। তিনি বলেন, গত ৫ মার্চ চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিত সভায় আমাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমুল নেতাকর্মীরা রেজুলেশন করেন। কিন্তু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগের বহিস্কৃত নেতা কুদরত-ই খুদা জুয়েলকে দলীয় প্রার্থী করতে তৃণমুল নেতাদের কাছ থেকে রাতের আধারে বাড়িতে গিয়ে ভয়ভীতি দিয়ে পাল্টা রেজুশেনে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ মার্চ) রাতে ইউনিয়ন আ’লীগের সভাপতি জহুরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু সহ ৫/৬ জন লোক ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীন সদস্য ফড়িংহাটা গ্রামের সিরাজ উদ্দিন শেখের বাড়িতে গিয়ে জোর করে তাদের তৈরী রেজুলেশনে টিপ সই নেন। সেই সময় সিরাজ উদ্দিন খাবার খেতে থাকলেও তার খাবারে পানি ঢেলে হাত ধুয়ে টিপ সই নেন তারা। 
সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো আরো বলেন, ২০১৪ সালে ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে কুরদত-ই খুদা জুয়েলকে বহিস্কার করা হয়েছে। কিন্তু তারপরও চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যানকে (আমাকে) বাদ রেখে বহিস্কৃত নেতা জুয়েলকে একক প্রার্থী করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই চুড়ান্ত প্রার্থী তালিকা তৈরী করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোহেল রানা তালুকদার, সদস্য জাহিদ হাসান বিল্পব, আকতার হোসেন, আবু হোসেন বাবু, নুর মোহাম্মদ, রুস্তম শেখ, ধুনট উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, শেরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরাইল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান নাসিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন