নন্দীগ্রামে ভাটরা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৪ জন | Daily Chandni Bazar নন্দীগ্রামে ভাটরা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৪ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ২১:২২
নন্দীগ্রামে ভাটরা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৪ জন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

নন্দীগ্রামে ভাটরা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৪ জন

 আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে আওয়ামী লীগের ৪ জন প্রার্থীর নামের তালিকা করা হয়েছে।মঙ্গলবার বিকেলে ভাটরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোপিনাথ চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মুক্তার হোসেন, মজনুর রহমান, তীর্থ সলিল রুদ্র, কোরবান আলী, ইদ্রিস আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এনামুল হক প্রমূখ। বর্ধিত সভায় আলোচনার মাধ্যমে রেজুলেশন করে চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোরশেদুল বারী, আ’লীগ নেতা মজনুর রহমান মজনু, তীর্থ সলিল রুদ্র, আবদুল্লাহেল বাকীর তালিকা করা হয়েছে। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন