![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
নানা আয়োজনের মধ্যে দিয়ে ৮ দল নিয়ে জমকালোভাবে বগুড়ায় ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে বগুড়া চেম্বার অব কমার্স বঙ্গবন্ধু কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট। এই টুর্নামেন্টে দেশের বড়বড় তারকা ক্রিকেট অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শকদের জন্য উন্মুক্ত। সাদা বলে রঙিন জার্সি নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে। বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আর্থিক সহযোগিতায় এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফির জন্য ১ লাখ টাকা প্রাইজমানি। টুর্ণামেন্টের লোগোও উন্মোচন করা হয়েছে।
বুধবার বিকেলে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বগুড়া স্পোর্টস্ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময়কালে টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি এ ঘোষণা দেন। সভায় সুলতান মামুদ খান রনি জানান, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী’ উপলক্ষে বগুড়া চেম্বার অব কমার্স বঙ্গবন্ধু কাপ টি-২০ টুর্নামেন্টের আয়োজনে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ৮টি দল হলো- রহমান নগর ক্রিকেট ক্লাব (আরসিসি), স্পোর্টস জোন বগুড়া, জেসন-বিপুল স্মৃতি সংঘ, গুঞ্জন গ্রুপ স্পোর্টিং ক্লাব, সাত রং কিংস, এম, এইচ, আই ইন্টারন্যাশনাল, বগুড়া জিলাস্কুলের শিক্ষার্থীদের নিয়ে গড়া বিজেডএস-১৫ প্লাটুন এবং বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন একাদশ। উদ্বোধনী দিনে একটি এবং প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির সদস্য গোলাম রব্বানী, আল রাজী জুয়েল, বগুড়া আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খালেদ মাহমুদ রুবেল, বগুড়া স্পোর্টস্ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এইচ আলিম, সাবেক সভাপতি রাহাত রিটু, শুভ ইসলাম, তোফাজ্জল হোসেন, সাখাওয়াত হোসেন জনিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মাধ্যমের সাংবাদিক, টুর্ণামেন্টে অংশগ্রহনকারী দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বগুড়া চেম্বার অব কমার্স বঙ্গবন্ধু কাপ টি-২০ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও এক লাখ টাকা প্রাইজমানি এবং রানার্স আপ দলের জন্য ট্রফি ও ৫০ হাজার টাকা প্রাইজমানি। বগুড়ায় এটি এ পর্যন্ত বড়বাজেটের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টে প্রতিম্যাচ ম্যান অব দ্যা ম্যাচ, সেরা বোলার, সেরা ব্যাটসম্যান এবং সেরা উদীয়মান পুরস্কার প্রদান করা হবে। দর্শক টানতে ব্যাপক প্রচারণা চালানো হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন