বগুড়ায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপে ব্যানার ছিঁড়ে ফেলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১টার দিকে শহরের টেম্পল সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনায় আহত হয়েছে ৩জন।
আহতরা হলেন, বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সোহান, অর্থ বিষয়ক সম্পাদক এনামুল ও ৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সোহেল। আহতরা সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দলীয় সুত্রে জানা যায়, বুধবার বেলা ১২টায় জেলা শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভাপতি মশিউর রহমান মন্টি ও সাধারণ সম্পাদক লিটন শেখ সভা করছিলেন। একই স্থানে পুর্বেই সভা করার কথা ছিল শহর স্বেচ্ছাসেবক লীগ (দক্ষিণ) সভাপতি নাসিমুল বারী নাসিম এর। এই সভা করা নিয়ে দুই গ্রুপের মধ্যে কর্তবিতর্ক থেকে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতিকালে সেখানে দলীয় ব্যানার টান দিয়ে খুলতে গিয়ে ছিঁড়ে যায়।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজেদুর রহমান শাহীন জানান, শহর স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি নাসিমুল বারী নাসিম ও শহর স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভাপতি মশিউর রহমান মন্টির মধ্যে যে ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে। এঘটনার সাথে জড়িতদের সকলকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে।
বগুড়া সদর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) খোরশেদ আলম রবি জানান, দলীয় কার্যালয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের মাঝে হাতাহাতি মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় তিন জন আহত হয়েছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন