বগুড়ায় পত্রিকার এজেন্টের কর্মচারিকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা | Daily Chandni Bazar বগুড়ায় পত্রিকার এজেন্টের কর্মচারিকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ মার্চ, ২০২১ ২২:০২
বগুড়ায় পত্রিকার এজেন্টের কর্মচারিকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় পত্রিকার এজেন্টের কর্মচারিকে
পিটিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা

বগুড়ায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এজেন্টের কর্মচারি শাহ জালাল’র (২৬) উপর হামলা চালিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টার সময় বগুড়া শহরের বড়গোলা ভূমি অফিসের সামনে একদল ছিনতাইকারি টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় না পেরে উঠলে শাহ জালালকে এলোপাথারি পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া সদর থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট এলাকার মোবারক আলীর পুত্র শাহ জালাল সহকারী ম্যানেজার হিসেবে চাকুরী করতেন বাংলাদেশ প্রতিদিন, কালেরকণ্ঠ পত্রিকা ও বিডি ফুড এর এজেন্ট নাদিরা এন্টারপ্রাইজে। বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টার সময় শাহ জালাল জেলা শহরের সাতমাথা থেকে ৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে বড়গোলায় ব্যাংক এশিয়া যাচ্ছিলেন জমা দিতে। পথে বড়গোলা মোড়ের ভূমি অফিসের সামনে অজ্ঞাত এক ব্যক্তি তার পথ রোধ করে টাকার ব্যঅংক ছিনতাই করার চেষ্টা করে। টাকার ব্যাংক না ছাড়ায় শাহ জালালকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে আরো ৩ জন ছিনতাইকারি এসে তাকে উপর্যপুরি মারপিট টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পথচারিরা এগিয়ে গেলে চার ছিনতাইকারি পালিয়ে যায়। পরে অন্যান্য লোকজনের সহযোগিতায় আহত জালাল তার অফিস কর্মকর্তাদের ফোনে জানালে তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেয়। 
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, টাকা ছিনতাইয়ের যারা চেষ্টা করেছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন