বগুড়া শহরের রেলস্টেশন এলাকা সংলগ্ন তিনটি এলাকার মানুষের চলাচলের জন্য ওভারব্রিজ ও পকেট গেটের দাবিতে রেললাইনের উপর অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
বৃহস্পতিবার সকালে করতোয়া এক্সপ্রেস ট্রেনে এর সামনে রেল লাইনের ওভারব্রিজ ও পকেট গেট অধিকার আদায় বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
সকাল ১০টার দিকে সান্তাহার থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন বগুড়া রেল স্টেশনে পৌঁছার আগেই স্থানীয়রা বগুড়া রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনের ওপর অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন। তবে ট্রেন যথারিতি চলাচল করেছে।
তারা জানান, সম্প্রতি রেল কর্তৃপক্ষ স্টেশন থেকে ১ নম্বর রেলগেট এলাকা পর্যন্ত লাইনের দুপাশে নিরাপত্তা প্রাচীর তুলেছে। এই এলাকায় কোনো ওভার ব্রিজ না থাকায় দুই প্রান্তের বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন, ক্ষতির মুখে পড়েছে আশপাশের কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠানও। বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ, আজিজুর রহমান লিটন, মাসুদুর রহমান বিপ্লব প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা দ্রুত সীমানা প্রাচীরে পকেটগেট তৈরি এবং ওভারব্রিজ নির্মাণের দাবি জানান। দাবি আদায় না হলে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন