ধর্ষণ মামলা দায়েরের পর অনশন ভাঙলো সেই কলেজছাত্রী | Daily Chandni Bazar ধর্ষণ মামলা দায়েরের পর অনশন ভাঙলো সেই কলেজছাত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ মার্চ, ২০২১ ১৭:১৩
ধর্ষণ মামলা দায়েরের পর অনশন ভাঙলো সেই কলেজছাত্রী
অনলাইন ডেস্ক

ধর্ষণ মামলা দায়েরের পর অনশন ভাঙলো সেই কলেজছাত্রী

ধর্ষণ মামলা দায়েরের পর অনশন ভাঙলো রাজশাহীর বাঘায় বিয়ের দাবিতে দুইদিন ধরে অনশনে থাকা সেই কলেজছাত্রী। বৃহস্পতিবার (১২ মার্চ) মধ্যরাতে ওই কলেজ ছাত্রীর বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের পর শুক্রবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে উপজেলার গৌড়াঙ্গপুর এলাকার সাজদার রহমানের ছেলে সেনাসদস্য আবদুল্লাহর বাড়ির গেটে বিয়ের দাবিতে অবস্থান করে ওই কলেজ ছাত্রী। বিয়ে না করা পর্যন্ত সে এই বাড়ি থেকে যাবেনা এবং প্রয়োজনে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়।

কলেজ ছাত্রীর দাবি, আবদুল্লাহর সঙ্গে তার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক। আবদুল্লাহ ও তার পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ের কথাও দেয়া হয়। কিন্তু কোনো সাড়া না দিয়ে গা ঢাকা দেয়। পরে বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ওই কলেজছাত্রীর বাবার অভিযোগ সাপেক্ষে মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন