শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার | Daily Chandni Bazar শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ১০:০৫
শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক

শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালাতক রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় জেলার সরিষাবাড়ির কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে স্বামীর ঘর থেকে তৃষা খাতুন (১৯) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে পুলিশ। তৃষা খাতুন ওই গ্রামের শাহা আলমের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে সরিষাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, এক বছর আগে শুয়াকৈর গ্রামের রহিম উদ্দিনের ছেলে শাহা আলমের সাথে একই উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা গ্রামের রেজাউল মণ্ডলের মেয়ে তৃষা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন শাহা আলমের ঘরের ধর্ণার সাথে তৃষা খাতুনকে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন