ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ আটক ২০ | Daily Chandni Bazar ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ আটক ২০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ১০:১২
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ আটক ২০
অনলাইন ডেস্ক

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ আটক ২০

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দালালসহ ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ মার্চ) ভোর ও দুপুরের দিকে শ্রীনাথপুর সীমান্তের ভবনগর এলাকা থেকে তিন নারী, খোশালপুর সীমান্তের ছলেমানপুর এলাকা থেকে এক পুরুষ, ছয় নারী ও তিন শিশু, এক দালাল এবং বাঘাডাঙ্গা সীমান্তের বাজার পাড়া এলাকা থেকে চার পুরুষ ও দুই নারীকে আটক করে বিজিবি।

সন্ধ্যায় তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫০ বাংলাদেশি এবং তিন দালাল, ফেব্রুয়ারি মাসে ৯৬ বাংলাদেশি এবং পাঁচ দালাল ও মার্চ মাসে ৯০ জন বাংলাদেশি নাগরিক ও পাঁচ দালালকে আটক করে বিজিবি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন