চাঁদপুরের ফরিদগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুবেল প্রকাশকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে রুবেল গুলিবিদ্ধ হন।
শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আটকের সময় রুবেলের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে প্রধানমন্ত্রীকে হুমকিসহ ছয় মামলায় গ্রেফতার দেখানো হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের নজরুল শাহর ছেলে মো. রুবেল প্রকাশের বিরুদ্ধে হাইমচরে প্রধানমন্ত্রীর সফরকালে তাকে হুমকিসহ (জি আর ৭/১৮) একই থানায় ছয়টি মামলা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে রুবেলকে ধরতে গেলে তিনি পুলিশের ওপর ছোড়া দিয়ে হামলা করে পালানোর চেষ্টা করেন।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে রুবেল গুলিবিদ্ধ হন। রুবেলের হামলায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামশেদ ও এএসআই শফিক আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ হোসেন বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ছয় মামলার আসামি রুবেল প্রকাশকে আটক করতে গেলে সে অতর্কিত হামলা করে। এতে পুলিশ পাল্টা গুলি করলে রুবেল প্রকাশ আহত হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।’
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন