বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার চাকলা গ্রামে অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল জলিল বাদশার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন নাড়ুয়ামালা ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা। নাড়ুয়ামালা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলামের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান গোফ্ফার আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল এবং উপ-দপ্তর সম্পাদক আলাউল ইসলাম গোলাপ। এ সময় উপস্থিত ছিলেন নাড়ুয়ামালা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লিটন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাকেরুল ইসলাম জাকের, জিহাদসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। সম্মেলনে সর্বসম্মতিক্রমে নাড়ুয়ামালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে জামাল হোসেনকে সভাপতি এবং আব্দুল মজিদ মন্ডলকে সাধারণ সম্পাদক কওে কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন