নন্দীগ্রামে ৩ মুদির দোকানে জরিমানা | Daily Chandni Bazar নন্দীগ্রামে ৩ মুদির দোকানে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২১ ২১:১৪
নন্দীগ্রামে ৩ মুদির দোকানে জরিমানা
অনলাইন ডেস্ক

নন্দীগ্রামে ৩ মুদির
দোকানে জরিমানা

 বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ মুদির দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ মার্চ বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের  ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নন্দীগ্রাম পুরাতন বাজারের ইমতিয়াজ স্টোর মুদির দোকানে ৫০০, নিশাত ইন্টারপ্রাইজ মুদির দোকানে ৫০০ ও শাহিন স্টোর মুদির দোকানে ৫০০ টাকা জরিমানা করে। ওই ৩ মুদির দোকানে দ্রব্যমূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানার এসআই চাঁন মিয়া। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এ জরিমানা করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন