ভারত থেকে আমদানি হলো ১১১ টন বিস্ফোরক | Daily Chandni Bazar ভারত থেকে আমদানি হলো ১১১ টন বিস্ফোরক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০২১ ১১:৩৫
ভারত থেকে আমদানি হলো ১১১ টন বিস্ফোরক
অনলাইন ডেস্ক

ভারত থেকে আমদানি হলো ১১১ টন বিস্ফোরক

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে আটটি ট্রাকে ১১১ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। যার বাজারমূল্য এক কোটি ৫৩ লাখ টাকা।

রোববার (১৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ বিস্ফোরক দ্রব্যের ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

এদিকে বেনাপোল বন্দর থেকে বিস্ফোরকটির চালান খালাসে জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে এএস ইন্টারন্যাশনাল নামে সিঅ্যান্ডএফ এজেন্ট। আনুষঙ্গিক কাজ সম্পন্ন হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে।

বন্দর সূত্র জানায়, এক লাখ ২২ হাজার ৪৭২ ডলার মূল্যের ১১১ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করছে। বাংলাদেশি টাকায় যার মূল্য এক কোটি ৫৩ লাখ দুই হাজার ৫৮২ টাকা। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর দশটি ট্রাকে ১২০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া দ্রুত যাতে পণ্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন