শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে দুই শিশু নিখোঁজ | Daily Chandni Bazar শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে দুই শিশু নিখোঁজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ মার্চ, ২০২১ ১২:২৪
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে দুই শিশু নিখোঁজ
অনলাইন ডেস্ক

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে দুই শিশু নিখোঁজ

জামালপুরের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে দুই শিশু নিখোঁজ হয়েছে। গত ১ মার্চ থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় ১ মার্চই জামালপুর সদর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। ১৪ মার্চ এক হারানো বিজ্ঞপ্তি মারফত বিষয়টি মিডিয়ায় উঠে আসে।

জামালপুরের শেখের ভিটায় অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে ১৪ মার্চ বিকেলে পাঠানো এক হারানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহের কোতয়ালি উপজেলার বরইকান্দী গ্রামের মো. দুলাল ও সুফিয়ার মেয়ে মীম আক্তার সোনিয়া এবং শেরপুর সদর উপজেলার চরশ্রীপুর গ্রামের মিজান রহমান ও মিনারা বেগমের মেয়ে মিনি আক্তার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী ছিল। গত ১ মার্চ বিকেলে খেলাধুলার সময় কাউকে কিছু না বলে কেন্দ্র থেকে তারা পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ওই দিনই জামালপুর সদর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই দুই শিশুকে খোঁজাখুঁজি অব্যাহত আছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওই দুই শিশুর খোঁজ পেয়ে থাকেন তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

মো. আরমান আলী, সোস্যাল ওয়ার্কার
শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র,
শেখের ভিটা, জামালপুর।
মুঠোফোন: ০১৭১০০০০৪৯০

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন