কাদের মির্জার দেহরক্ষীর বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার | Daily Chandni Bazar কাদের মির্জার দেহরক্ষীর বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ মার্চ, ২০২১ ১২:৫৩
কাদের মির্জার দেহরক্ষীর বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার
অনলাইন ডেস্ক

কাদের মির্জার দেহরক্ষীর বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী (দেহরক্ষী) মাঈন উদ্দিন কাঞ্চন প্রকাশ কসাই কাঞ্চনের (৪২) বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমাবার (১৫ মার্চ) দিবাগত রাতে এ অভিযান চালায় পুলিশ। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

তিনি বলেন, কসাই কাঞ্চনের বিরুদ্ধে আগেও মাদক, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রমের ৯টি মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে কোম্পানীগঞ্জে গোলাগুলির ঘটনার মামলাগুলোতেও তার নাম রয়েছে।

অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ৯ মার্চ ‘পুলিশ অ্যাসল্ড’ (১২ নং) মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. শাহীদ হোসাইন।

কাঞ্চন ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে এবং আলোচিত কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী। তিনি কাদের মির্জার দেহরক্ষী হিসেবেও এলাকায় পরিচিত।
কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত আলা উদ্দিনের ভাইয়ের দায়ের করা হত্যা মামলার ৬ নম্বর আসামি কসাই কাঞ্চন।

মামলার বিবরণে বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পর কসাই কাঞ্চন আলা উদ্দিনের পেটে রড ঢুকিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন