ধুনটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই | Daily Chandni Bazar ধুনটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২১ ২১:৪৪
ধুনটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
করে টাকা ছিনতাই

বগুড়ার ধুনটে জসিম উদ্দিন (২৮) নামে এক ফল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোসাইবাড়ী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার শিমুলবাড়ি গ্রামের মুছা সেখের ছেলে জসিম উদ্দিন গোসাইবাড়ি বাজার এলাকায় ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে জসিম উদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে গোসাইবাড়ী চৌধুরী পাড়ার শিমুলতলা এলাকায় পৌছলে ছিনতাইকারীরা জসিম উদ্দিনের পথরোধ করে। এরপর উপর্যুপুরি ছুরিকাঘাত করে জসিম উদ্দিনের কাছে থাকা প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। এসময় জমিস উদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত জসিম উদ্দিনকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। 
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ীর চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন