নানা আয়োজনে জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত | Daily Chandni Bazar নানা আয়োজনে জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২১ ২১:৫৯
নানা আয়োজনে জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত
শাহাদাৎ হোসেন জয়পুরহাট

নানা আয়োজনে জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

জয়পুরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী (১০১তম জন্মবার্ষিকী) ও শিশু দিবস  পালিত হয়েছে। বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে দিবসের প্রথম প্রহরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য এ্যাড, সামছুল আলম দুদু, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ  মুক্তিযোদ্ধা সংসদ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও জেলার পাঁচবিবি, কালাই, আক্কেলপুর ও ক্ষেতলালে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন