জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু | Daily Chandni Bazar জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২১ ২২:০২
জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
সুমন কুমার সাহা জয়পুরহাট

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দিওর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মীর আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নেঙ্গাপীর -মঙ্গলবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত মীর আব্দুল কুদ্দুস জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের মৃত মীর আব্দুল হামিদের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল কুদ্দুস নেঙ্গাপীর বাজার থেকে হেঁটে  বাড়িতে ফিরছিলেন। এসময় হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কুদ্দুসকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। স্থানীয় গ্রামবাসী  দেখে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন