সিংড়ায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত | Daily Chandni Bazar সিংড়ায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২১ ২২:০৮
সিংড়ায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
স্টাফ রিপোর্টার

সিংড়ায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে শিশুদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, সহকারি কমিশনার (ভূমি) রকিবুল হাসান, সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন