নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় প্রাণ গেল কৃষকের | Daily Chandni Bazar নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় প্রাণ গেল কৃষকের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মার্চ, ২০২১ ০৯:৪০
নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় প্রাণ গেল কৃষকের
অনলাইন ডেস্ক

নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় প্রাণ গেল কৃষকের

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) রাত ৮টায় তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের মোহাম্মদ আলী ছেলে।

সাবেক ইউপি সদস্য হাফিজ উদ্দিন বলেন, নিহত রফিক পেশায় একজন কৃষক। বুধবার রাতে নিজ ঘরের বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত কাটআউট সুইচে (বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সুইচ) হাত লাগলে তিনি বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো মৌখিক ও লিখিত অভিযোগ জানাননি। ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন