শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালানোর সময় বন্দি আহত | Daily Chandni Bazar শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালানোর সময় বন্দি আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মার্চ, ২০২১ ০৯:৪২
শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালানোর সময় বন্দি আহত
অনলাইন ডেস্ক

শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালানোর সময় বন্দি আহত

যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রের প্রাচীর থেকে লাফ দিয়ে পালানোর সময় সজিব হোসেন (১৭) নামে এক কিশোর বন্দি আহত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আহত সজিব পটুয়াখালী জেলার তারাবুনিয়া গ্রামের বাহাদুর হোসেনের ছেলে।

উদ্ধারকারী শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মচারী নাজির উদ্দিন জানান, কেন্দ্রের পেছনে চিৎকার শুনে প্রতিষ্ঠানের গার্ডকে সঙ্গে নিয়ে সেখানে গেলে সজিবকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, সজিব একটি পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। ভেঙে যেতে পারে। বর্তমানে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন