মাহফিল শেষে নিখোঁজ : বক্তাসহ চারজনের সন্ধান মিলল | Daily Chandni Bazar মাহফিল শেষে নিখোঁজ : বক্তাসহ চারজনের সন্ধান মিলল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মার্চ, ২০২১ ০৯:৪৩
মাহফিল শেষে নিখোঁজ : বক্তাসহ চারজনের সন্ধান মিলল
অনলাইন ডেস্ক

মাহফিল শেষে নিখোঁজ : বক্তাসহ চারজনের সন্ধান মিলল

ওয়াজ মাহফিল শেষ করে ঢাকা ফেরার পথে নিখোঁজের প্রায় ৫০ ঘণ্টা পর মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফিসহ (৩৪) চারজনের সন্ধান পাওয়া গেছে। বুধবার (১৭ মার্চ) ভোর ৪টায় ময়মনসিংহের মুক্তাগাছা থানায় চারজন উপস্থিত হন।

তারা হলেন-মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি, তার দুই ক্যামেরাম্যান মেহেদী হাসান ও ইসহাক আলী ইমন এবং গাড়ি চালক ফয়সাল আহমেদ।

ফয়সাল আহমেদ ঢাকার খিলগাঁওয়ের ত্রিমোহনীর বাসিন্দা, মেহেদী হাসান বগুড়ার আলম দিঘি ও ইসহাক আলী ইমন পাবনার চাটমোহর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ। তবে নিখোঁজের পর ওই চারজন কোথায় ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন মিটিংয়ে আছি। পরে বিস্তারিত বলা যাবে।’

পুলিশ জানায়, গত ১৪ মার্চ দুপুরে ঢাকার ত্রিমোহনী পানির পাম্প এলাকায় নিজ বাসভবন থেকে ওয়াজ মাহফিলের জন্য মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের কুলুরঘাট এলাকায় জামিয়া ইসলামিয়া মাদরাসার উদ্দেশে রওয়ানা দেন মুফতি সাইফি ও তার লোকজন। রাত ৮টায় তারা মাদরাসায় পৌঁছান।

পরে রাত ১১টা থেকে পৌনে ১২টার দিকে সাইফি তার বক্তব্য শেষে করে ১২টা ৫১ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হন। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।

পরে ১৬ মার্চ বিকেলে ঢাকা থেকে তাদের পরিবারের লোকজন মুক্তাগাছা থানায় গিয়ে বিষয়টি জানায়।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন