রাণীনগরে করাতে ধার দেয়া সান ভেঙ্গে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar রাণীনগরে করাতে ধার দেয়া সান ভেঙ্গে যুবকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ মার্চ, ২০২১ ২০:০৫
রাণীনগরে করাতে ধার দেয়া সান ভেঙ্গে যুবকের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

রাণীনগরে করাতে ধার দেয়া সান ভেঙ্গে যুবকের মৃত্যু

 নওগাঁর রাণীনগরে ছ’মিলের করাতে ধার দেয়ার সময় সান ভেঙ্গে শিপন শেখ (৩৫) নামে একজন নিহত ও মিল মালিক শফিকুল ইসলাম (৪৫) আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাটকৈ বাজারে এদূর্ঘটনা ঘটে। নিহত শিপন একই এলাকার মালশন বলিদাগাছী গ্রামের সুলতান শেখের ছেলে এবং আহত মিল মালিক ভাটকৈ গ্রামের কফিল উদ্দীনের ছেলে।

স্থানীয়ভাবে জানাগেছে, বৃহস্পতিবার সকালে নিহত শিপন ছ’মিলে কাঠ কেটে নেয়ার জন্য কিছু কাঠ নিয়ে আসে। এ সময় মিলের মিস্ত্রি মেশিন চালু করে করাতে ধার দিচ্ছিলেন। হঠাৎ করেই ধার দেয়ার সান ভেঙ্গে ছিটকে এসে স্ব-জোরে আঘাত লেগে  শিপনের পেটে ঢুকে যায়। একই সময় মিল মালিকের হাতের কব্জায় লেগে গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথি মধ্যে শিপন মারা যায়। এ ছাড়া আহত শফিকুলকে নওগাঁ একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন